ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে আসছে জোভান-মুনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, মে ২০, ২০১৯
ঈদে আসছে জোভান-মুনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়া’ ফারহান আহমেদ জোভান ও জাকিয়া মুন

অর্ণব ও মাহা ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। তারা অদ্ভুত এক খেলায় জড়িয়ে পড়েন। দু'জন প্রতিজ্ঞা করেন, একজন যদি অপরজনকে কোনও ডেয়ার বা চ্যালেঞ্জ দেয় তাহলে সেটা পূরণ করবেন।

এই খেলা থেকেই হঠাৎ তাদের জীবনে খুব সিরিয়াস একটি ঘটনার দিকে মোড় নেয় যা তাদের সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দেয়।

রোম্যান্টিক-থ্রিলারধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন করেছেন ভিকি জাহেদ।

এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, জাকিয়া মুন ও মইনুল মাঈন। জাকিয়া মুনের গল্পের ছায়া অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।  

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এটি প্রকাশ পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘ভালোবাসার গল্পকে উপজীব্য করে সাইকোলজিক্যাল থ্রিলারটি বানিয়েছি। প্রোটাগনিস্ট আর এন্টাগনিস্ট এর মধ্যে পুরো ফিল্ম জুড়েই একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বিরাজ করবে। মজার ব্যাপার হচ্ছে দর্শক শেষ হওয়ার আগ পর্যন্ত নিজেও বুঝবে না যে, কে প্রোটাগনিস্ট আর কে এন্টাগনিস্ট। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।