ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

নিককে নিয়ে কানের লাল গালিচায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, মে ১৯, ২০১৯
নিককে নিয়ে কানের লাল গালিচায় প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এরই মধ্যে জ্যোতি ছড়িয়েছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কালো ঝকঝকে পোশাকে হাজির হয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনি।

একই আসরে দ্বিতীয়বারের মতো রূপের ঝলক দেখালেন ৩৬ বছর বয়সী এ তারকা। তবে এবার একা নয়, স্বামী নিক জোনাস সমেত লাল গালিচায় মাড়িয়েছেন পিসি।

প্রিয়াঙ্কা বেঁছে নিয়েছেন সাদা গাউন, তার সঙ্গে মিল রেখে নিক জোনাস পরেছিলেন সাদা স্যুট। তখন নিককে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসসামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা তখনকার কয়েকটি ছবি শেয়ার করেছেন। ফরাসি ভাষায় ক্যাপশন লিখেছিলেন, ‘সোম আমর’, যার অর্থ ‘আমার ভালবাসা’।

এদিকে প্রিয়াঙ্কা ছাড়াও কানের লাল গালিচা রঙিন করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, হিনা খান, কঙ্গনা কঙ্গনা রানাওয়াত ও হুমা কোরাইশি।  প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসগত ১৪ মে ৭২তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো। ফ্রান্সের দক্ষিণের কান শহরের আয়োজিত চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ আসরের পর্দা নামবে ২৫ মে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ১৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।