ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাওনের ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, মে ১৯, ২০১৯
রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাওনের ‘আত্মহত্যা’ ফারহানা ইয়াসমিন শাওন, ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফারহানা ইয়াসমিন শাওন (৩৬) ‘আত্মহত্যা’ করেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

রোববার (১৯ মে) দুপুরে মহানগরের নিরালার কাশেম নগর ভাড়া বাসায় শাওন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেন।

শাওন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাও ছিলেন তিনি।

তিনি ছিলেন খুলনা মহানগরের নিরালা আলকাতরা মিল এলাকার শেখ আব্দুল হাইয়ের মেয়ে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খুলনা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, কাশেম নগরের একটি ভাড়া বাসায় এক বান্ধবীর সঙ্গে থাকতেন শাওন। দুপুরের দিকে বাসায় একা থাকা অবস্থায় ফ্যানের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এখন শাওনের মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম সেলিম বলেন, শাওন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গেও জড়িত ছিলেন। বছরখানেক আগে স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়।

শাওনের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশসময়: ১৬২২ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।