ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

উপমার ‘সবার আগে মা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, মে ১৭, ২০১৯
উপমার ‘সবার আগে মা’ উপমা

বিশ্ব মা দিবসের কয়েক দিন পরেই ‘সবার আগে মা’ শিরোনামের গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী শারমীন সুলতানা উপমা।

উপমার কণ্ঠের এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাজির মাহমুদ।

সঙ্গীতায়োজনে মুশফিক লিটু। ভিডিও নির্মাতা খান মাহি। ভিডিওতে মায়ের ভূমিকায় উপস্থিত হয়েছেন উপমার নিজের মা।  

এ প্রসঙ্গে উপমা বলেন, পৃথিবীর সকল মা-ই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ। আমার মায়ের উৎসাহ এবং অনুপ্রেরণাতেই গানটি করেছি। গানটি গাইতে গিয়ে মা শব্দটিকে আরো গভীরভাবে উপলব্ধি করেছি। আশা করি সব মা এবং তাদের সন্তানদের কাছে গানটি ভালো লাগবে।

রবিউল ইসলাম জীবন বলেন, মাকে নিয়ে লেখা আমার প্রথম গান এটিই। মায়ের সঙ্গে আমার সম্পর্কের কথা বলে শেষ করতে পারবো না। গানটির মাধ্যমে মা-সন্তানের সম্পর্ক এবং ভালোবাসার কথাটি তুলে ধরার চেষ্টা করেছি।  

বুধবার (১৫ মে) রাতে গান-ভিডিওটি আপলোড করা হয়েছে উপমার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

ভিডিও: বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ১৭, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।