ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

মাহির চোখে ‘আনন্দ অশ্রু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, মে ৫, ২০১৯
মাহির চোখে ‘আনন্দ অশ্রু’ ‘আনন্দ অশ্রু’ সিনেমার দৃশ্যে মাহিয়া মাহি

ঘরের এক কোনে মন খারাপ করে বসে আছেন মাহিয়া মাহি। অঝোরে কাঁদছেন তিনি! কিন্তু কে মাহির অশ্রু ঝরালো? সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমায়।

রোববার (০৫ মে) সাভারের বিরুলিয়া প্রিয়াঙ্কার শুটিং স্পটে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে। এদিন স্যাড একটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেন মাহি।

আর দৃশ্যটির প্রয়োজনেই তাকে অশ্রু ঝরাতে হয়।

শুটিং প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, ‘গত মার্চে ‘আনন্দ অশ্রু’র শেষ দিকের শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু সবার শিডিউল একসঙ্গে মেলাতে না পারায় শুটিং দুই মাস পর করতে হচ্ছে। ’

‘এই লটে আমরা টানা ১০দিন শুটিং করবো। সিকোয়েন্সের পাশাপাশি কয়েকটি গানেরও শুটিং করা হবে। নায়ক সাইমন সাদিক, নায়িকা মাহিয়া মাহি এবং প্রধান ভিলেন শহিদ্দুজ্জামান সেলিম এই লটে অংশ নেবেন’, যোগ করেন ‘জন্নাত’খ্যাত এই নির্মাতা।
 
ঢাকা ছাড়াও ‘আনন্দ অশ্রু’র শুটিং হবে কিশোরগঞ্জ ও গাজীপুরের বেশ কয়েকটি মনোরম লোকেশনে।

শিবলী সাদিক পরিচালিত ও সালমান-শাবনূর অভিনীত দর্শক নন্দিত সিনেমা ‘আনন্দ অশ্রু’ থেকে এই সিনেমাটির নামকরণ করা হয়েছে। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিকের।

‘আনন্দ অশ্রু’ সিনেমায় সাইমন, মাহি ও সেলিম ছাড়া আরও অভিনয় করছেন আলীরাজ, জয় চৌধুরী, সুজাতা, মারুফ আকিব, চিকন আলী প্রমুখ। চলতি বছরই সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।