ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

অজয়ের সঙ্গে জুটি বাঁধলেন কীর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, মার্চ ১৪, ২০১৯
অজয়ের সঙ্গে জুটি বাঁধলেন কীর্তি অজয় দেবগণ ও কীর্তি সুরেশ

ভারতের কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা অমিত শর্মা। গত বছর ‘বাধাই হো’ নির্মাণ করে এই পরিচালক ব্যাপক সাফল্য পেয়েছেন।

সিনেমাটিতে সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। আর তার বিপরীতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তামিল অভিনেত্রী কীর্তি সুরেশ।

সিনেমাটিতে তাকে অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
 
সৈয়দ আব্দুল রহিমের জীবনের নানা দিকের পাশাপাশি পর্দায় অজয়-কীর্তিকে রোমান্স করতেও দেখা যাবে।

গত বছর মুক্তিপ্রাপ্ত কীর্তির তামিল-তেলেগু দ্বিভাষিক সিনেমা ‘মহানাটি’ দক্ষিণের বক্স অফিসে রেকর্ড করেছে। নতুন সিনেমাটি নিয়েও এই অভিনেত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি ভিন্ন ধরণের চরিত্রে নিজেকে সবসময় দেখতে চান বলেও জানান।

বায়োপিকটি প্রযোজনা করতে যাচ্ছেন বনি কাপুর, আকাশ চাওলা এবং অরুনিভা জয়া সেনগুপ্ত।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।