ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

বিনোদন

ভৌতিক সিনেমা নির্মাণ করছেন অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মার্চ ১০, ২০১৯
ভৌতিক সিনেমা নির্মাণ করছেন অর্জুন রামপাল অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপাল বর্তমানে তিনটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই স্ক্রিপ্টগুলো ভিন্ন তিন ধরণের। রয়েছে ভৌতিক গল্পও, আর এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করতে দেখা যাবে জনপ্রিয় এই তারকাকে।

এ প্রসঙ্গে অর্জুন বলেন, আমি তিন ধরণের তিনটি গল্প পছন্দ করেছি। গল্পগুলো নিয়ে খুব শিগগিরই শুটিং শুরু করবো।

এরমধ্যে দুইটির গল্প থ্রিলার, তবে একটির সঙ্গে অন্যটির মিল নেই। আর আরেকটির অ্যাডভেঞ্চার গল্প।

অর্জুন আরও জানান, স্ক্রিপ্টগুলোর একটি ভয়ংকর ভৌতিক গল্পের। যাতে অভিনয়ও করবেন তিনি নিজেই। কিছুদিনের মধ্যে সিনেমাগুলোর বিস্তারিত তথ্য জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অর্জুন।

২০১৭ সালে অভিনয়ের পাশাপাশি ‘ড্যাডি’ সিনেমা প্রযোজনা করেছিলেন অর্জুন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।