ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

পুলিশ রূপে হাজির আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, মার্চ ৬, ২০১৯
পুলিশ রূপে হাজির আয়ুষ্মান খুরানা ‘আর্টিকেল ১৫’র ফার্স্টলুকে আয়ুষ্মান খুরানা

বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার নতুন সিনেমা ‘আর্টিকেল ১৫’। সম্প্রতি প্রকাশ পেলো সিনেমাটিতে আয়ুষ্মানের লুক। এতে খাকি রঙের পুলিশের পোশাক পরে হাজির হয়েছেন তিনি।

অনুভব সিনহা পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মানের সঙ্গে আরও অভিনয় করছেন ঈশা তলোয়ার, মনোজ পাহওয়া, সায়ানি গুপ্ত, কুমুদ মিশরা এবং মহদ জিসান আইয়ুব।

অনুভব সিনহা জানান, এটি তদন্তমূলক সিনেমা।

এতে অভিনয় করাটা খুব চ্যালেঞ্জিং ছিল, তাই চরিত্রটিতে আয়ুষ্মানের মতো অভিনেতাই দরকার ছিল।

বর্তমানে লখনৌতে ‘আর্টিকেল ১৫’র শুটিং চলছে। সম্প্রতি আয়ুষ্মান শুটিংয়ের সময় তোলা কিছু ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।