ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

শচীনের বায়োপিকে অভিনয় করতে চান অনিল কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
শচীনের বায়োপিকে অভিনয় করতে চান অনিল কাপুর শচীন টেন্ডুলকার ও অনিল কাপুর

বলিউডে এখন বায়োপিক বা বিখ্যাত মানুষের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করার ধুম পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী, খেলোয়াড়, অভিনেতাসহ বহু আলোচিত ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরা হচ্ছে রুপালী পর্দায়।

সম্প্রতি নন্দিত অভিনেতা অনিল কাপুরকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, কোন তারকা খেলোয়াড়ের বায়োপিকে তিনি অভিনয় করতে আগ্রহী? উত্তরে তিনি জানান, কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের বায়োপিকে।

‘নায়ক’খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি শচীন টেন্ডুলকারের অনেক বড় একজন ভক্ত।

তাই সুযোগ হলে তার বায়োপিকে অভিনয় করতে চাই। ’

এদিকে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) অনিল কাপুর অভিনীত হাস্যরসাত্মক সিনেমা ‘টোটাল ধামাল’ মুক্তি পেয়েছে। শুরুতেই সিনেমাটি দর্শকদের ভালো সাড়া পাচ্ছে।

ইন্দর কুমার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন-মাধুরী দীক্ষিত, অজয় দেবগন, বোমান ইরানি, আরসাদ ওয়ারসি, জাবেদ জাফরি, রিতেশ দেশমুখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।