ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

১০০ কোটির ঘরে ‘গালি বয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
১০০ কোটির ঘরে ‘গালি বয়’ রণবীর-আলিয়া

রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘গায়ি বয়’ সিনেমাটি এক সপ্তাহে আয় করেছে ১০০.৩০ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন জোয়া আখতার।

সিনেমাটি মুক্তি পায় বিশ্ব ভালোবাসার দিবসে (১৪ ফেব্রুয়ারি)। মুম্বাইয়ের জনপ্রিয় র‌্যাপার ডিভাইন ও ন্যাজির জীবনী নিয়ে তৈরি হয় ‘গালি বয়’।

এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন- সিদ্ধান্ত চতুর্বেদী, কলকি কোয়েচলিন, বিজয় রাজ প্রমুখ।  

অবশ্য ‘গালি বয়’ মুক্তির শুরুতেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। প্রথম দুই দিনেই এর আয় ছিলো সাড়ে ৩২ কোটি টাকা। সেই ধারাবাহিকতায় ধরেই এগোচ্ছে সিনেমাটি।

১৪ ফেব্রুয়ারি ৩ হাজার ৩৫০ স্ক্রিনে ‘গালি বয়’ মুক্তি পায়। প্রথম দিনে এটি ব্যবসা করে ১৯ কোটি ৪০ লাখ রুপি এবং দ্বিতীয় দিনে আয় করে ১৩ কোটি ১০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।