ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

চুয়াডাঙ্গায় দুই বাংলার ৭ দিনের নাট্যোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
চুয়াডাঙ্গায় দুই বাংলার ৭ দিনের নাট্যোৎসব দুই বাংলার নাট্যোৎসব। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: ‘বুক জুড়ে স্বাধীনতা হও’ এ স্লোগানে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে চলছে সাতদিনের অনির্বাণ একুশে নাট্যমেলা।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দর্শনা ডাকবাংলো চত্বরে এ উৎসবের পর্দা ওঠে। চলবে আগামী ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত।

 

নাট্যোৎসবের পাশাপাশি উৎসবে শিশুদের বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালি এবং বাংলাদেশের ইতিহাস নির্ভর বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  

মেলার প্রতিদিন সন্ধ্যায় দুই বাংলার শিল্পীদের নাটক মঞ্চস্থ হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে থাকছে- ঢাকার লোক নাট্যদল (বনানী) পরিবেশিত নাটক ‘কঞ্জুস’, তৃতীয় দিনে ঢাকার থিয়েটার আর্ট ইউনিট কর্তৃক পরিবেশিত নাটক ‘আমিনা সুন্দরী’, চতুর্থ দিনে বিবর্তন যশোর পরিবেশিত নাটক ‘মাত্ব্রিং’, পঞ্চম দিনে কলকাতার গোবরডাঙ্গা নকশা কর্তৃক পরিবেশিত নাটক ‘বিনোদনী: ‘এ ওম্যান এ  হিউম্যান’ ষষ্ঠদিনে কলকাতার শিল্পীমন পরিবেশিত নাটক ‘শ্বাসকষ্ট’ এবং সমাপনী দিনে চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাটক ‘ক্ষুদিরামকথা’ মঞ্চস্থ হবে।

দর্শনা অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।