ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

মাহতিমের গানচিত্রে অন্তু-সৌমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
মাহতিমের গানচিত্রে অন্তু-সৌমি অন্তু-সামন্তী সৌমি-মাহতিম

ভালোবাসা দিবস উপলক্ষে ‘যদি’ শিরোনামের নতুন গানচিত্র প্রকাশ করলেন এ সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী মাহতিম শাকিব।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান ডিডিটাল সলিউশন’র ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’ থেকে পোলার আইস’র পৃষ্ঠপোষকতায় ভিডিওতে প্রকাশ পেয়েছে গানটি।

গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

করেছেন নাজির মাহমুদ। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু। ভিডিও নির্মাণ করেছেন নাট্য নির্মাতা সঞ্জয় সমদ্দার।

ভিডিওতে মডেল হয়েছেন অর্ণব অন্তু, সামন্তী সৌমি, সাঈদ শাহেদ ও নদী। এছাড়া ভিডিওতে গায়কের ভূমিকায় রয়েছেন মাহতিম।

এ গান প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। ভিডিওটিও আমার মনে ধরেছে। আশা করি আমার ভক্ত-শ্রোতারা গানটি পছন্দ করবেন।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।