ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

ভিকি জাহেদের ‘আজ আমার পালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, নভেম্বর ১২, ২০১৮
ভিকি জাহেদের ‘আজ আমার পালা’ ‘আজ আমার পালা’র একটি দৃশ্যে সালহা খানম নাদিয়া, মনোজ কুমার ও নাসির উদ্দিন খান

পাবলিক বাসে নারীদের যৌন হয়রানির বিষয়টি নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন ভিকি জাহেদ। নাজিম উদ দৌলার গল্পে এটির চিত্রনাট্যও তার।

স্বল্পদৈর্ঘ্যটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, মনোজ কুমার, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে।

প্রশংসিত নির্মাতা ভিকি জাহেদ এর আগে নিজের গল্প নিয়ে কাজ করলেও প্রথমবারের মতো তিনি অন্যের গল্পে কাজ করলেন।

এ প্রসঙ্গে বাংলানিউজকে ভিকি বলেন, নাজিম উদ দৌলার গল্পটা পড়ে আমার অসম্ভব ভালো লেগেছে। আমি যে ধরণের কাজ করে থাকি এটিও ঠিক তেমনি। তাই প্রথমবার অন্যের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলাম।

‘আমার অন্য কাজগুলোর মতো এই কাজেও দারুণ একটি মেসেজ আছে। আশা করছি সবার ভালো লাগবে,’ যোগ করে বলেন ‘বান্ধবি’খ্যাত এই নির্মাতা।  

ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘আজ আমার পালা’র শুটিং হয়েছে ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কে। নির্মাতা জানান, বুধবার (১৪ নভেম্বর) ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।