ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

যুক্তরাষ্ট্রে বিয়ের লাইসেন্স পেয়েছেন প্রিয়াঙ্কা-নিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, নভেম্বর ৯, ২০১৮
যুক্তরাষ্ট্রে বিয়ের লাইসেন্স পেয়েছেন প্রিয়াঙ্কা-নিক প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

এখনও অফিসিয়ালি বিয়ের তারিখ ঘোষণা করেননি বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। তবে বিয়ের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে বিয়ের লাইসেন্স পেয়েছেন এই তারকা যুগল।

সম্প্রতি পশ্চিমা একটি গণমাধ্যম বলছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস আদালতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। সেখানে তারা প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করার পর বিয়ের লাইসেন্স পেয়েছেন।

প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, তারা ডিসেম্বরে ভারতে বিয়ে করার পরিকল্পনা করছেন। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। এরপর উভয় দেশে বিয়ের স্বীকৃতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের লাইসেন্সটি দাখিল করবেন।

গত আগস্ট মাসে প্রিয়াঙ্কা-নিকের বাগদান সম্পন্ন হয়। ডিসেম্বরে রাজস্থানের মেহরানগর দুর্গে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।