ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

সন্ধ্যার সাজে সবার মাঝে জন্মদিনে মৌসুমী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, নভেম্বর ৩, ২০১৮
সন্ধ্যার সাজে সবার মাঝে জন্মদিনে মৌসুমী মৌসুমী/ ছবি: বাংলানিউজ

দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তালিকার হাতেগোনা কয়েকজন অভিনেত্রীর মধ্যে অন্যতম একজন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী।

শনিবার(৩ নভেম্বর)জীবনের আরেকটি বসন্তে পা রাখলেন তিনি। অর্থাৎ তার জন্মদিন।

স্বপ্ন নিয়েই আসুক তার জীবনে নতুন বসন্ত, এই প্রত্যাশাই আজকের দিনে করছেন সিনেমাপ্রেমি তথা মৌসুমী ভক্তরা।

আর বিশেষ এই দিনটি নানা আয়োজনের মধ্য দিয়েই উৎযাপন করবেন তিনি। পরিবারের সঙ্গে কাটবেন কেক। সন্ধ্যায় বিনোদন অঙ্গনের মানুষদের সঙ্গেও কাটাবেন সময়। এর মাঝে ভক্তদেরও সময় দিবেন এ অভিনেত্রী।

জন্মদিনে বিশেষ কিছু করছেন কি লাস্যময়ী এই নায়িকা? হ্যা, সন্ধ্যায় সবাইকে নিয়ে কেক কাটার অনুষ্ঠানে বিশেষ কিছু জানাবেন এ নায়িকা।

এ প্রসঙ্গে মৌসুমী জানান, একটি বিষয় নিয়ে তার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। সেই স্বপ্নটা অবশেষে পূরণ হচ্ছে তার এবারের জন্মদিনে। তাই বিশেষ সেই স্বপ্ন বা সারপ্রাইজ’র কথা জন্মদিনে সবাইকে জানাবেন বলেছেন তিনি। প্রিয় মানুষগুলোর সামনেই তার সেই স্বপ্নপূরণের গল্প শোনাবেন। আর সেই গল্প সবার ভালো লাগবে বলে তিনি আশাবাদী।

এদিকে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন ছবি ‘রাত্রির যাত্রী’। এছাড়াও ‘মধুর ক্যান্টিন’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। এতে মধু দা চরিত্রে অভিনয় করবেন ওমর সানী।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।