ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখের জন্মদিনের পার্টি শনিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, নভেম্বর ২, ২০১৮
শাহরুখের জন্মদিনের পার্টি শনিবার এক ফ্রেমে শাহরুখ খান ও গৌরী খান

শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের উদযাপনের উপলক্ষ। কিং খানের এবারের জন্মদিনে (৫৩) যোগ হলো একটা বিশেষ আকষর্ণ।

কী সে বিশেষ আকষর্ণ? সিনেমাপ্রেমীরা এরইমধ্যে অবগত যে, ‘বলিউড বাদশাহ’র এবারের জন্মদিনে (২ নভেম্বর) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জিরো’র ট্রেলার।  

সেই আনন্দে ভিন্নমাত্রা যোগ করতে ৩ নভেম্বর জন্মদিনের পার্টি দিচ্ছেন ‘ডন’।

শাহরুখ তার স্ত্রী গৌরীর সঙ্গে মিলে জন্মদিনের একদিন পরেই অর্থাৎ ৩ নভেম্বর এ পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেন।

অবশ্য জন্মদিনের প্রথম প্রহরেই শাহরুখের বাসভবন ‘মান্নতে’র চারপাশে অসংখ্য ভক্ত-অনুরাগী, ফটোগ্রাফার উপস্থিত হন।

জন্মদিনকে ঘিরে শাহরুখ ও তার স্ত্রী গৌরী শোবিজ অঙ্গনের সহকর্মীসহ সব বন্ধু-বান্ধবদের দাওয়াত করেছেন। বলাই যায়, এক মিলনমেলা বসবে ‘মান্নতে’।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
ওএফবি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।