ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

‘লাইফ ইন এ মেট্রো’র সিকুয়েলে থাকছেন না পরিণীতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, অক্টোবর ২৮, ২০১৮
‘লাইফ ইন এ মেট্রো’র সিকুয়েলে থাকছেন না পরিণীতি! পরিণীতি চোপড়া

যখন অভিষেক বচ্চন অনুরাগ বসুর ‘লাইফ ইন এ মেট্রো’র সিকুয়েলের শুটিং শুরু করেছেন, ঠিক সে সময় শিডিউল না থাকায় সিনেমাটি থেকে সড়ে যেতে হচ্ছে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে।

যদিও সিনেমাটিতে অভিনয়ের জন্য পরিণীতি প্রস্তুত ছিলেন এবং এর স্ক্রিপ্টও তার পছন্দ হয়েছিলো। কিন্তু ‘জাবারিয়া জোড়ি’ ও ‘কেশরী’ সিনেমায় শুটিংয়ের জন্য আগে থেকে তারিখ দিয়ে রাখার কারণে এই সিনেমা তাকে ছাড়তে হচ্ছে।

চলতি বছর অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী’ সিনেমার সেটে আগুণ লেগে ব্যাপক ক্ষতি হয়। যার কারণে তখন শুটিং শেষ করা যায়নি। নির্মাতারা পুনরায় সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন। যাতে পরিণীতি অংশ নেবেন।

সিনেমাটি সংশ্লিষ্ট সূত্র জানান, অক্ষয় কুমার ও অন্যান্য শিল্পীদের নিয়ে আরও ১৫ দিনের শুটিং করতে হবে। পুনরায় সেট তৈরি করা হচ্ছে। যেহেতু এটি আউটডোর তাই সকলের শিডিউল একসঙ্গে মিলিয়েই শুটিং করতে হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।