ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

বিনোদন

পূজার গান নিয়ে শিমুল-পিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, অক্টোবর ১৭, ২০১৮
পূজার গান নিয়ে শিমুল-পিয়া শিমুল ও পিয়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী বঙ্গ শিমুল ও প্রিয়াঙ্কা পিয়ার দ্বৈত কণ্ঠ গাওয়া গান ‘মা এলোরে’।

বঙ্গ শিমুলের সুরে গানটিরে কথা লিখেছেন চয়নিকা সাহা, সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন নাজমুল ইভান।

নতুন গান প্রসঙ্গে প্রিয়াঙ্কা পিয়া বলেন, আসলে শারদীয় দুর্গোৎসব নিয়ে আমার গান করার ইচ্ছে ছিলো অনেকদিনের। এবার সেটা পূরণ হলো। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

বঙ্গ শিমুল বলেন, এই গানটা গেয়ে অন্যরকম আনন্দ পেয়েছি। এখন সেই আনন্দ যদি শ্রোতা-দর্শকদের ছুঁয়ে যায়, তাহলেই সার্থকতা।

**‘মা এলোরে’ গানবাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।