ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

কেমন হলো সিয়ামের ‘হাজীর বিরিয়ানি’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, অক্টোবর ১৫, ২০১৮
কেমন হলো সিয়ামের ‘হাজীর বিরিয়ানি’? সিয়াম আহমেদ

পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হাজীর বিরিয়ানি। ভোজন রসিক মানুষদের কাছে এ বিরিয়ানি অনেক প্রিয়।

এবার হাজীর বিরিয়ানিকে বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক রায়হান রাফি। তিনি তার নতুন সিনেমা ‘দহন’র একটি গানের শিরোনাম দিয়েছেন ‘হাজীর বিরিয়ানি’।

সোমবার (১৫ অক্টোবর) প্রকাশিত গানটির সঙ্গে নেচেছেন অভিনেতা সিয়াম আহমদে ও পূজা চেরি। এতে মাতল হিসেবে দেখা গেছে সিয়ামকে। যে কিনা মাতালের মতোই উদ্ভটসব কাণ্ড করে বেড়ান। পুরো গানটিতে দুর্দান্ত ছিলো এই অভিনেতার পারফরমেন্স। গানের কোরিওগ্রাফিতেও ছিলো নতুনত্ব।

কিছুদিন আগে ‘দহন’র টিজার প্রকাশ পেয়েছিল। এটি সিয়াম-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘পোড়ামন ২’ সিনেমায় তাদের প্রথম একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

**'হাজীর বিরিয়ানি'বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।