ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

অপূর্ব-বাঁধনের ‘নীলিমার নীল’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, সেপ্টেম্বর ১৪, ২০১৮
অপূর্ব-বাঁধনের ‘নীলিমার নীল’  নীলিমার নীল নাটকের একটি দৃশ্য

জীবনের টানাপোড়েনে নীলিমা নতুন করে জেগে উঠতে চেয়েছেন। নীলের হাত ধরে সংসার করার স্বপ্ন দেখেছেন।

কিন্তু নীল কিছুতেই সংসারী হওয়ার কথা ভাবতে পারেন না। কারণ তার বাবার কলিগের সঙ্গে তার মায়ের দ্বিতীয় বিয়ে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

তাইতো এক সময় নীলিমাকে রেখে তার চলতে হয়েছে অন্য পথে। কিন্তু নীলিমা কি পেরেছেন নীলকে ফেরাতে? জানা যাবে খণ্ড নাটক 'নীলিমার নীল' এ।  

চিত্রা রহমানের মূল ভাবনায় নাটকটির নাট্যরূপ দিয়েছেন সোআদ হোসেন কাব্য। পরিচালনা করেছেন নাজমুল রনি।  

নাটকটিতে নীল চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব ও নীলিমা চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও রয়েছেন রীনা খান, কাজী উজ্জ্বল, রীনা রহমান প্রমুখ।  

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে।  

বাংলাদেশে সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮ 
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।