ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

খুলনায় ৩ দিনব্যাপী নাট্য কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, সেপ্টেম্বর ১২, ২০১৮
খুলনায় ৩ দিনব্যাপী নাট্য কর্মশালা খুলনায় নাট্য কর্মশালা, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় তিন দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর ফরাজীপাড়ার লোসাউক মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।

জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাট্য কর্মশালার আয়োজন করেছে আব্বাস উদ্দিন একাডেমির নাট্যকলা বিভাগ নগর নাট্যদল।

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনয়, নির্দেশনা, মঞ্চ ব্যবস্থাপনা, উচ্চারণ, অভিনয়ের কলাকৌশল, নাটকের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এতে প্রশিক্ষক হিসেবে রয়েছে থিয়েটার এক্সারসাইজ ও গেমসে খুলনার নাট্যকার কামরুল কাজল ও সঞ্জয় মল্লিক, থিয়েটারের গোড়ার কথা, সমসাময়িক নাটক, অগ্রগতি নিয়ে খুলনার ড. নাজমুল আহসান, মূকাভিনয়ে ঢাকার আল মাসুম সবুজ, কণ্ঠ চর্চা ও স্বর প্রক্ষেপণে খুলনা সালমানুল মেহেদী মুকুট, অভিনয়ের কৌশলগত বিষয়ে ঢাকার সুজিৎ কুমার সাহা। কর্মশালাটি পরিচালনা করছেন আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক মো এনামুল হক বাচ্চু।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।