ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখের পোজ কপি করে আসামে ট্রাফিক নিরাপত্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জুলাই ২৮, ২০১৮
শাহরুখের পোজ কপি করে আসামে ট্রাফিক নিরাপত্তা শাহরুখ খান

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে প্রথম দুই হাত ছড়িয়ে প্রেমিকাকে (কাজল) কাছে ডেকেছিলেন শাহরুখ খান। এরপর অসংখ্য ছবিতে এই একই পোজ দিতে দেখা গেছে কিং খানকে।

বলিউড বাদশা যখন মঞ্চে ওঠেন তখনও তাকে এই পোজটি দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এভাবেই এটি হয়ে উঠেছে তার সিগনেচার পোজ।

এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী।

তাই ট্রাফিক নিরাপত্তার বিজ্ঞাপনে ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত তারকার দুই হাত ছড়িয়ে দেওয়া সেই পোজ ব্যবহার করেছে আসাম পুলিশ। তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে এ বিষয়ক একটি স্থিরচিত্র শেয়ার করা হয়েছে।

আসাম পুলিশের টুইটার পেজ থেকে নেওয়াওই ছবিতে দেখা যাচ্ছে, সেই জনপ্রিয় পোজসহ শাহরুখের একটি কার্টুনের অবয়ব। যার পাশে ট্রাফিক নিয়ম পালনের আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি নজরে এসেছে শাহরুখের। আসাম পুলিশকে ধন্যবাদ জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘এখনও পর্যন্ত এটাই তার সিগনেচার পোজের সেরা ব্যবহার। ’ পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান ৫২ বছর বয়সী এই সুপারস্টার।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।