ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

মডেল হেইলির সঙ্গে জাস্টিন বিবারের বাগদান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৮, জুলাই ৯, ২০১৮
মডেল হেইলির সঙ্গে জাস্টিন বিবারের বাগদান! হেইলি ব্লাডউইন ও জাস্টিন বিবার

জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার মডেল হেইলি ব্লাডউইনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। শনিবার (৭ জুলাই) বাহামাসের একটি রিসোর্টে তাদের বাগদান হয়েছে বলে জানিয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, জাস্টিন-হেইলির বাগদান অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমন্ত্রিত অতিথিদের ফোন বন্ধ রাখার অনুরোধ করেছিলেন জাস্টিনের নিরাপত্তারক্ষীরা। যাতে তাদের বাগদানের কোনো ছবি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে না পড়ে।

বাগদানের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি জাস্টিন-হেইলি। তবে জাস্টিনের বাবা জেরেমি বিবার ইনস্টাগ্রামে ছেলের একটি স্থিরচিত্র শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলের শেয়ার করা ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আনন্দিত। ’

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।