ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

মুক্তি পাচ্ছে মিলনের ‘চল যাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, জুলাই ৮, ২০১৮
মুক্তি পাচ্ছে মিলনের ‘চল যাই’ ‘চল যাই’র একটি দৃশ্যে মিলন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চল যাই’। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামী ১০ আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পাবে।

এতে অভিনয় করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন ও একঝাঁক তরুণ অভিনয়শিল্পী।

চলচ্চিত্রটি প্রসঙ্গে মিলন বলেন, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’।

যে গল্পে নিবিড়ভাবে উঠে এসেছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

খালিদ মাহবুব তূর্য্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। মিলনের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ,  হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ আরও অনেকে।

নির্মাতা জানান, বড়পর্দায় মুক্তি প্রতীক্ষিত ‘চল যাই’র ফার্স্টলুক প্রকাশিত হয়েছে ইউটিউবে। পর্যায়ক্রমে আসবে এর ট্রেলার ও গান। এন ইনিশিয়েটিভ প্রযোজিত ছবিটির কনটেন্ট পার্টনার বাংলাঢোল।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।