ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

মালদ্বীপে দাহিয়া দম্পতির দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৭, জুলাই ৮, ২০১৮
মালদ্বীপে দাহিয়া দম্পতির দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন বিবেক দাহিয়া ও দিভিয়াঙ্কা ত্রিপাঠি দাহিয়া

দুই বছর আগে এই দিনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ বিবেক দাহিয়া ও দিভিয়াঙ্কা ত্রিপাঠি। দেখতে দেখতে একসঙ্গে পার করে দিলেন দুটি বসন্ত।

দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালনের জন্য মালদ্বীপে গিয়েছেন এই তারকা দম্পতি। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার দর্শনীয় সব স্থান।

সেই সঙ্গে ছবিও শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।

দিভিয়াঙ্কা ত্রিপাঠি দাহিয়া ও বিবেক দাহিয়াস্ত্রীর সঙ্গে মালদ্বীপ ঘুরে বেড়ানোর দুটি ছবি শেয়ার করেছেন বিবেক। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি তো মাত্র কিছুদিন হলো। তাই আমি আর দিভিয়াঙ্কা একসঙ্গে অনেক সময় কাটাতে চাই। সেই সঙ্গে ঘুরে বেড়াতে চাই সারা বিশ্ব। ’

‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ সিরিয়ালের সেটে কাজ করতে গিয়ে পরিচয় হয় বিবেক-দিভিয়াঙ্কার। এরপর তারা তাদের পছন্দের কথা পরিবারকে জানান। পরে দুই পরিবারের সম্মতিতে ২০১৬ সালের ৮ জুলাই ভোপালে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।