ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

অ্যাকশনে ভরপুর সালমানের ‘রেস থ্রি’র ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, মে ১৫, ২০১৮
অ্যাকশনে ভরপুর সালমানের ‘রেস থ্রি’র ট্রেলার ‘রেস থ্রি’ ছবির সহশিল্পীদের সঙ্গে সালমান খান

“ইয়ে রেস, জিন্দেগি কি রেস হ্যায়। কিসিকি জিন্দেগি লেকেই খাতাম হোগি।” ‘রেসে থ্রি’র ট্রেলারে এমনই সংলাপ শোনা গেলো সালমান খানের মুখে।

মঙ্গলবার (১৫ মে) ইউটিউবে প্রকাশ পেয়েছে এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘রেস থ্রি’র ট্রেলার। ৩ মিনিট ৯ সেকেন্ডের এই ট্রেলারে সালমানের দুর্দান্ত অ্যাকশন সবাইকে তাগ লাগিয়ে দিয়েছে।

পাশাপাশি অনিল কাপুরকে পাওয়া গেছে এক নতুন রূপে।

‘রেস থ্রি’ ছবির সহশিল্পীদের সঙ্গে সালমান খানএছাড়া ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ ও শাকিব সেলিমের অসাধারণ পারফর্মেন্স দর্শকের নজর কেড়েছে।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ বছরে সবচেয়ে আলোচিত ছবির তালিকায় রয়েছে। কেননা এই ছবির আগের দুই কিস্তি ‘রেস’ (২০০৮) ও ‘রেস টু’র (২০১৩) অভিনেতা সাইফ আলি খানকে হটিয়ে তার সাম্রাজ্য দখল করে নিয়েছেন সালমান খান। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

** ‘রেস থ্রি’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।