ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

হেলিকপ্টারে শাকিবকে নিয়ে কোথায় যাচ্ছেন বুবলী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, এপ্রিল ২, ২০১৮
হেলিকপ্টারে শাকিবকে নিয়ে কোথায় যাচ্ছেন বুবলী? হেলিকপ্টারে শাকিব-বুবলী

দুজনই কালো পোশাক পরা। পাশাপাশি বসে আছেন হেলিকপ্টারের। হাস্যোজ্জ্বল শাকিব ও বুবলী ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত। এমনই একটি স্থিরচিত্র সোমবার (০২ মার্চ) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

ছবিটি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে একসঙ্গে হেলিকপ্টারে চড়ে কোথায় যাচ্ছেন তারা? আসলে স্থিরচিত্রটি এই জুটির নতুন ছবি ‘সুপারহিরো’র শ্যুটিংয়ের সময় তোলা। স্থিরচিত্রটির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সুপারহিরো’ টিম যখন হেলিকপ্টারে।

সম্প্রতি চট্টগ্রামে ছবিটির শ্যুটিং হয়েছে। এর আগে অস্ট্রেলিয়ায় একই ছবির শ্যুটিংয়ে অংশ নিয়েছিলেন আলোচিত শাকিব-বুবলী জুটি।  

ছবিটিতে শাকিব-বুবলীর পাশাপাশি আরও রয়েছেন তারিক আনাম খান, সিন্ডি রোলিং, টাইগার রবি প্রমুখ। প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।