ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

বাগদান সারলেন নয়নতারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, এপ্রিল ১, ২০১৮
বাগদান সারলেন নয়নতারা নয়নতারা

দীর্ঘদিনের প্রেমিক ভিগনেশ শিবাকে বিয়ে করেছেন তেলেগু অভিনেত্রী নয়নতারা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো এমন গুঞ্জন।

প্রেমিক ভিগনেশ শিবার সঙ্গে নয়নতারাতবে বিয়ে নয়, বাগদানের কাজটি সেরে ফেলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনটা নিজে মুখেই স্বীকার করেছেন ‘কাশমোরা’খ্যাত এই তারকা।



‘দ্য হিন্দু ড্যাজলার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় নয়নতারার হাতে। মঞ্চে সম্মাননা গ্রহণের সময় তিনি তার বাবা-মা, বন্ধু ও বাগদত্তাকে ধন্যবাদ জানান। আর এতেই সকলে নিশ্চিত হয়ে যান যে, তার বাগদান সম্পন্ন হয়ে গেছে।

নয়নতারার বিশেষ সম্মাননাজানা গেছে- গত বছর চুপিসারে বাগদানের কাজটি সেরে ফেলেছেন নয়নতারা-ভিগনেশ। যেখানে উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।