ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

এবার চীন কাঁপাবে ‘বাহুবলী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪১, মার্চ ২৩, ২০১৮
এবার চীন কাঁপাবে ‘বাহুবলী’ ‘বাহুবলী’ ছবির দৃশ্যে প্রভাস ও আনুশকা শেঠি

এক বছর আগে ভারত ও অন্যান্য দেশে মুক্তি পেয়েছিলো ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। যা আয় করে নিয়েছে দেড় হাজার কোটি রুপি। পুরাতন রেকর্ড ভেঙে গড়েছে নতুন রেকর্ড। এমনকি ২০১৭ সালের সবচেয়ে বড় বাজেটের ছবিও ছিলো এটি।

এবার চীনে মুক্তি দেওয়া হচ্ছে ছবিটি। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বিষয়টি নিশ্চিত করে প্রযোজক সবু ইয়ারলাগাড্ডা জানান, মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগিরই চীন কাঁপাবে ‘বাহুবলী টু’।

এদিকে, আগামী ৪ এপ্রিল চীনে মুক্তি পাবে ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’।

এর আগে চীনে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ ও সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।