ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

প্রথমবার একসঙ্গে নিশো-সাবিলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, মার্চ ২২, ২০১৮
প্রথমবার একসঙ্গে নিশো-সাবিলা আফরান নিশো ও সাবিলা নূর / ছবি: রাজীন চৌধুরী - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তানিনের বোকামি দেখেই প্রেমে পরেছিলো সাফা। কিন্তু সময় মতো কোনো জায়গায় উপস্থিত হতে পারে না তানিন। তাই তাদের মধ্যে প্রেমের থেকে ঝগড়া ও অভিমানটাই বেশি থাকে। যদিও এসবের জন্য নিজেকে কোন ভাবেই দোষী ভাবে না তানিন। কারণ জ্যাম তো সে নিজে সৃষ্টি করে না।

কিন্তু প্রতিনিয়ত রাস্তার জ্যামের কারণে তাকে ঝাড়ি খেতে এবং মিথ্যা বলতে হয় সাফার কাছে। বোকা ছেলেটি বুঝে উঠতে পারছে না, কি করবে? তাই জ্যাম থেকে নিস্তার পেতে আর প্রেমিকার ঝাড়ি থেকে বাঁচতে একটি সাইকেল কিনে নেন তানিন।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘জ্যামপুত্র’।

দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। ঢাকার কাওলা, উত্তরা ও পুরান ঢাকার বিভিন্ন স্পটে চলছে এর শ্যুটিং।

‘জ্যামপুত্র’তে তানিন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং সাফা চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে। এই প্রথম একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তারা। তাদের পাশাপাশি আরও রয়েছেন আনন্দ খালিদ,মিলি বাসারসহ প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, দৈনন্দিন জীবনে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে জ্যাম। তারপরও তো কোনো উৎসব থেমে থাকছে না। রাস্তার জ্যাম একজন মানুষের কতোটুকু ক্ষতি-উপকার করতে পারে তা আমার এই নাটকে পাওয়া যাবে। নাটকটির ভেতর কমেডি, রোমান্টিক, খুঁনসুটি,ঝগড়া- অভিমান সব কিছুই রাখার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

পহেলা বৈশাখে আরটিভিতে প্রচারিত হবে ‘জ্যামপুত্র’।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আরসি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।