ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

কোঁকড়া চুলে আবেদনময়ী ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫১, মার্চ ১৬, ২০১৮
কোঁকড়া চুলে আবেদনময়ী ঐশ্বরিয়া ফ্যামিনা ম্যাগাজিনের ফটোশুটে ঐশ্বরিয়া রাই বচ্চন

অতুল মাঞ্জরেকার পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এই ছবিতে ঐশ্বরিয়ার প্রথম লুক। যেখানে একেবারে নতুন রূপে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

এবার আরও একবার ভিন্ন রূপে ধরা দিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

ফ্যামিনা ম্যাগাজিনের ফটোশুটে ঐশ্বরিয়া রাই বচ্চনসম্প্রতি ফ্যামিনা ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়েছেন অ্যাশ।

যার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। যেখানে কোঁকড়া চুলে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে ৪৫ বছর বয়সী এই অভিনেত্রীকে। এতে বেশ আবেদনময়ী দেখাচ্ছিলো তাকে।  

ফ্যামিনা ম্যাগাজিনের ফটোশুটে ঐশ্বরিয়া রাই বচ্চন‘ফ্যানি খান’-এ ঐশ্বরিয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর। এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা। তাদের পাশাপাশি আরও রয়েছেন অভিনেতা রাজকুমার রাও।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।