ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

আমিরের পথে হাঁটলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, মার্চ ২, ২০১৮
আমিরের পথে হাঁটলেন সালমান আমির খান ও সালমান খান

বলিউড সুপারস্টার আমির খান চীনে কতোটা জনপ্রিয় তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কেননা তার অভিনীত ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ ছবি চীনের বক্স অফিসে হাজার কোটি রুপি ব্যবসা করেছে।

আমিরের এই ব্যবসায়িক সফলতা নজর এড়ায়নি বলিউডের আরেক অভিনেতা সালমান খানের। তাইতো মুক্তির দুই বছর পর চীনে মুক্তি পেলো তার অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’।

চীনের চলচ্চিত্র কোম্পানি ই স্টারস ফিল্মস লিমিটেডের সহযোগিতায় ইরোস ইন্টারন্যাশনাল শুক্রবার (০২ মার্চ) চীনের আট হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি।

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, হারশালি মালহোত্রা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। এর গল্প গড়ে উঠেছে বাকপ্রতিবন্ধী এক পাকিস্তানি মেয়েকে নিয়ে, যে কিনা দুর্ঘটনাক্রমে ভারতে চলে আসে। একপর্যায়ে মেয়েটিকে সালমান উদ্ধার করে তার দেশে পাঠানোর জন্য উপায় খুঁজতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।