ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

তিন বছর আগেই চূড়ান্ত করেছি: প্রভাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, জানুয়ারি ৩, ২০১৮
তিন বছর আগেই চূড়ান্ত করেছি: প্রভাস প্রভাস (ছবি: সংগৃহীত)

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। এসএস রাজামৌলির পরিচালিত ‘বাহুবলী’ ছবিতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেছেন তিনি। বর্তমানে ‘সাহো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

শোনা যাচ্ছে- রোমান্টির ঘরানার ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

বলিউডের ছবিতে অভিনয় প্রসঙ্গে ‘বাহুবলী’খ্যাত এই তারকা জানান, ‘‘আমি হায়দ্রাবাদে থাকি। যেখানের ৬০ শতাংশ মানুষ হিন্দিতে কথা বলেন। আমিও প্রচুর হিন্দি ছবি দেখি। বলিউড থেকে ভালো প্রস্তাব পেয়েছি। তিন বছর আগেই একটি ছবি করার কথা চূড়ান্ত করেছি। ‘সাহো’র পর সেটির শ্যুটিং শুরু করবো। ’’

এ বছরেই মুক্তি পাবে সুজেত পরিচালিত ‘সাহো’। এতে প্রভাসের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।