ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

শ্রীদেবী কন্যার ‘ধাড়াক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, নভেম্বর ১৬, ২০১৭
শ্রীদেবী কন্যার ‘ধাড়াক’ ‘ধাড়াক’ চলচ্চিত্রের দু’টি পোস্টার

২০১২ সালে তিন নতুন মুখ বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটকে নিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন করণ জোহর। এবার আরও দু’টি নতুন মুখ নিয়ে হাজির হলেন জনপ্রিয় এই প্রযোজক-পরিচালক। 

এদের একজন হলেন শ্রীদেবী কন্যা জানভী কাপুর। আরেকজন শহিদ কাপুরের ভাই ইশান খাত্তার।

দু’জনকে করণ জুটি হিসেবে হাজির করছেন তার প্রযোজিত ‘ধাড়াক’ চলচ্চিত্রে।

বুধবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ‘ধাড়াক’ এর প্রধান চরিত্রের অভিনেতা-অভিনেত্রী হিসেবে দু’জনের নাম ঘোষণা করা হয়। ধর্মা প্রোডাকশনের পরবর্তী এ ছবি  নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করণ লিখেছেন, ‘‍ধর্মা ফ্যামিলির নতুন দুই হার্টবিট জানভি কাপুর ও ইশান খাত্তার। ’

ইতোমধ্যে ‘ধাড়াক’ ছবির বেশ কয়েকটি পোস্টারও প্রকাশ করেছেন করণ। মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাত’এর রিমেক ‘ধাড়াক’। এটি পরিচালনা করবেন শশাঙ্ক খাইতান। প্রযোজনা করবে করণের ধর্মা প্রোডাকশন ও জি স্টুডিও। ২০১৮ সালের ৬ জুলাই মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
বিএসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।