ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

নাটকে ডাক না পেয়ে সঞ্চালনায় জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, নভেম্বর ৮, ২০১৭
নাটকে ডাক না পেয়ে সঞ্চালনায় জয় শাহরিয়ার নাজিম জয়, ছবি: সংগৃহীত

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তারকাদের নিয়ে ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠান সঞ্চালনা করে আলোচনায় এসেছেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, দিনের পর দিন নাটকে ডাক না পেয়ে সঞ্চালনার কাজটি বেছে নিয়েছেন জয়। নিজের মুখেই এমনটি বলেছেন তিনি।

‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী-নির্মাতা-গায়িকা মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সঞ্চালক আর অতিথিকে চেয়ার বদল করতে হয়।

অতিথি তখন প্রশ্ন করেন সঞ্চালককে। শাওনের প্রশ্ন ছিলো, জয় কেন অভিনয় বাদ দিয়ে সঞ্চালনা শুরু করেছেন।  

এর জবাবে জয় বলেন, ‘আমি আসলে অভিনয়টাই করতে চাই। কোনো কারণে আমাকে কেউ অভিনয়ে কাস্ট করছিলো না। অভিনয় করেই আমি জীবিকা নির্বাহ করতাম। যখন অভিনয় আমার অনেক কমে গেলো, আমার জন্য সারভাইব করাটাই কঠিন হয়ে গেলো। আমি অনেকবার অনেক জায়গায় নক করেছি, আমার অবস্থান থেকে আমি তো খুব বেশি নিচে নামতে পারি না। গত ৮-৯ বছর আমার খুব স্ট্রাগলিং পিরিয়ড গেছে, আমি ফিল্ম ডিরেকশনও দিয়েছি, বিভিন্ন ধরনের কাজ করেছি, এগুলো সবই এক্সপেরিমেন্ট। অ্যাংকরিং যে করছি, এটাও এক্সপেরিমেন্ট। আমি আসলে আমার প্যাভিলিয়নে (অভিনয়) ফিরে যাবো। আমি সুস্থ সুন্দরভাবে অভিনয়টাই নিয়মিত করতে চাই, যদি আমাকে নির্মাতারা ডাকেন। ’

‘নিজের পরিচালনায় নিজেই অভিনয় করেন না কেন?’ শাওনের এমন প্রশ্নের জবাবে জয় বলেছেন, “আমি এক্সপেরিমেন্ট করেছি আপু। আমার নির্মিত অনেক নাটকই বেশ জনপ্রিয় হয়েছে। এর মধ্যে ‘গলির মোড়ে সিডির দোকান’ জনপ্রিয় ধারার শীর্ষ নাটক। কিছু ক্লাসিক নাটকও করেছি। সেখানেও গ্রুপিং। এই ছকের বাইরে কেউ করছে না, ওই ছকের বাইরে কেউ করছে না। আমি একটু প্রবলেমেই পড়ে গিয়েছিলাম। কেন যেন কয়েকজন আমাকে অপছন্দ করা শুরু করলো। যে কয়েকজনের হাতেই নাটকের ইন্ডাস্ট্রি। আমি আসলে মানুষটা খারাপ না। আমার অ্যাটিটিউডে বা কথায় অনেকের হয়তো দুঃখ পাবার কারণ থাকে। যেটা আমি বুঝি না। মানুষের লিমিটেশনস থাকে না?’

উপস্থাপনা প্রসঙ্গে জয় বলেন, “উপস্থাপনা করছি স্ট্রাগলের জন্যই। ‘সেন্স অব হিউমার’-এর এই লেভেলের জনপ্রিয়তার পেছনে আমার অনেক কষ্ট আছে। …যখন আরেকটু ভালো করবো তখন হয়তো নাটকের নির্মাতারা নিশ্চয়ই বুঝবেন ওকে দিয়ে আবার নাটক করা যায়। ’

‘সেন্স অব হিউমার’-এই পর্বটি বেশ আলোচিত। এটিএন বাংলায় প্রচারের পর এটি এখন উপভোগ করা যাচ্ছে ইউটিউবে। এই পর্বে যথারীতি জয়ের তীর্যক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শাওনকে। হুমায়ুন আহমেদের সঙ্গে প্রেম ও বিয়ে, ‘ডুব’, নূহাশ হুমায়ুনের নাটকসহ বিভিন্ন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন শাওন।

* ‘সেন্স অব হিউমার’-এ শাওন ও জয়: 

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।