ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

জন ও ইন্দালোর ‘ছবি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, নভেম্বর ৫, ২০১৭
জন ও ইন্দালোর ‘ছবি’ (ভিডিও) ইন্দালো

জন কবিরের রক ব্যান্ড ইন্দালোর অভিষেক অ্যালবাম ছিলো ‘কখন কীভাবে এখানে কে জানে’। এর অনেক গানই শুনেছেন ভক্তরা। ইউটিউবে আছে একাধিক গানের ভিডিও। এবার সিঙ্গেল গান ও এর ভিডিও বের করলো ইন্দালো। 

গানের শিরোনাম ‘ছবি’। যথারীতি এতে কণ্ঠ দিয়েছেন জন।

এর কথা লিখেছেন ব্যান্ডের সদস্য জুবায়ের হাসান। ‘ছবি’র ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু। এতে অংশ নিয়েছেন ব্যান্ডের সদস্যরা, রাখা হয়নি কোনো মডেল। ৩ নভেম্বর থেকে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে ‘ছবি’র ভিডিও।  

ইন্দালোর সদস্যরা হলেন— জন কবির (ভোকাল ও গিটার), জুবায়ের হাসান (গিটার ও ভোকাল), বার্ট নন্দিত আরেং (ব্যাস ও ভোকাল) ও ডিও হক (ড্রামস)।  

* ‘ছবি’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।