ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

ছেলেকে ইংল্যান্ড পাঠিয়ে দেবেন সাইফ-কারিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, অক্টোবর ৮, ২০১৭
ছেলেকে ইংল্যান্ড পাঠিয়ে দেবেন সাইফ-কারিনা! ছবি: সংগৃহীত

ছেলের বয়স ১ বছর ছোঁয়নি এখনও। কিন্তু তাকে নিয়ে সংবাদমাধ্যমের কৌতূহলের শেষ নেই। যখনই সে মা বাবা বা আয়ার কোলে চড়ে বাড়ি থেকে বের হচ্ছে, তাকে ঘিরে ধরছেন আলোকচিত্রীরা। প্রায়ই খবরের শিরোনামে দেখা যায় তার নাম। কথা হচ্ছে- তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুরকে নিয়ে।

শুরুতে বিষটি উপভোগ করলেও এখন কিছুটা চিন্তায় পড়ে গিয়েছেন সাইফ-কারিনা দম্পতি। আর এই পরিস্থিতিতে তৈমুরকে নিভৃতি দিতে ঠিক করেছেন, তাকে তারা পাঠিয়ে দেবেন ইংল্যান্ডের এক বোর্ডিং স্কুলে।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘ফিল্ম কম্পেনিয়ন’কে দেওয়া একটি সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘তৈমুরকে তারা ইংল্যান্ডের কোনো ভালো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবেন। তাদের ছেলে যেভাবে গণমাধ্যমের নজর দখল করে বসে আছে, তাতে ভবিষ্যতে ওর ওপর খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন নবাব দম্পতি। ’

সাইফ আরও বলেন, তিনি তৈমুরকে সাধারণ সব শিশুর মতোই বড় করতে চান। যেভাবে বড় হয়েছেন তার অন্য দুই সন্তান সারা ও ইব্রাহিম। কিন্তু তৈমুরকে ঘিরে বলিউডের যে আগ্রহ, তা একটু বড় হলেই তাদের সন্তানকে বিগড়ে দিতে পারে। এ জন্য ইংল্যান্ডের সুন্দর একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে তাকে পড়াশোনা করানোর কথা ভাবছেন সাইফ-কারিনা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।