ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

পূজায় কী করছেন অপু?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, সেপ্টেম্বর ২৭, ২০১৭
পূজায় কী করছেন অপু? ছবি: বাংলানিউজ

একমাত্র সন্তান অাব্রাম খান জয়কে নিয়ে প্রথমবার ঈদ উদযাপনের সুখস্মৃতি চিত্রনায়িকা অপু বিশ্বাসের মনে। ২৭ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণভাবে পালন করছেন ছেলের প্রথম জন্মদিন। চলছে দুর্গাপূজা। এ নিয়ে কী পরিকল্পনা অপুর?

বাংলানিউজের সঙ্গে আলাপে অপু জানান, প্রেম ও বিয়ের কারণে স্বামী চিত্রনায়ক শাকিব খানের ধর্ম ইসলামের অনুশাসন মেনে চলছেন তিনি। তাদের প্রথম সন্তানের নামও রাখা হয়েছে সেই অনুসারে।

কিন্তু সনাতন ধর্মের মা, ভাই-বোন আর পরিবারের সদস্যদের ভুলে যাননি অপু। তাদের আনন্দ ও উৎসবের দিনগুলোতেও অংশ নিচ্ছেন তিনি। সপ্তমীর (২৭ সেপ্টেম্বর) দিনটি ছেলের জন্মদিন পালন করে দুর্গাপূজাও উদযাপন করবেন মা-ছেলে। দাদীর মতো নানীও জয়কে উৎসবের দিনে পাশে রাখবেন এটিই স্বাভাবিক।

অপু বলেন, ‘আমি মনে করি, সবার আগে আমি মানুষ। আমার সন্তান বড় হয়ে নিজের ধর্মের পাশাপাশি অন্যের ধর্মের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেই শিক্ষাই ওকে দিচ্ছি। ’

ছবি: বাংলানিউজঅপু আগেই জানিয়েছিলেন, জয়ের জন্মদিন উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোঁরায় কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। এতে আমন্ত্রিত অতিথিরা তার ছেলেকে শুভকামনা জানাতে আসবেন। কিন্তু সেখানে শাকিব হাজির থাকবেন কি-না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ শাকিব-অপুর স্নায়ুযুদ্ধ এখনও চলমান।  

এদিকে ছেলের জন্মদিন উপলক্ষে শাকিব দুপুরে জয়ের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন, গরীব-দুখিদের খাইয়েছেন, ছেলেকে স্বর্ণের চেইন উপহার দিয়েছেন। এ সময় তার পাশে ছিলেন না অপু।   

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসও      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।