ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

দেবের ওপর নাখোশ রোশান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, সেপ্টেম্বর ২২, ২০১৭
দেবের ওপর নাখোশ রোশান! কলকাতার নায়ক দেবের সঙ্গে বাংলাদেশের রোশান (ছবি: সংগৃহীত)

দেশীয় চলচ্চিত্রের উদীয়মান নায়ক রোশান। ‘রক্ত’ আর ‘ধ্যাততেরিকি’ ছবির মধ্য দিয়ে নজর কেড়েছেন এই তরুণ। এরই মধ্যে সুযোগ পেয়েছেন কলকাতার নায়ক দেব প্রযোজিত সেখানকার ছবি ‘ককপিট’-এ। পূজা উপলক্ষে ২২ সেপ্টেম্বর এটি মুক্তি পাচ্ছে। কিন্তু এমন খুশির দিনে দেবের ওপর নাখোশ রোশান।

ছবি মুক্তির আগে ‘ককপিট’-এর টিজার ও গান নিয়ে বেশ আলোচনা চলেছে। কিন্তু টিজারে রোশনকে পাওয়া যায়নি।

এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন এই নায়ক। এ কারণেই প্রশ্ন ছুঁড়েছেন দেবের প্রতি।  

রোশান তার ফেসবুকে একটি পোস্টে বলেছেন, “ককপিটে’-এ আমার এতো বড় এবং গুরুত্বপূর্ণ চরিত্রটি যেন টিজারে হারিয়েই গেলো। জানিনা দাদা (দেব) এটা কেন করলেন! এমনটিতো কথা ছিলোনা! দীর্ঘ নিঃশ্বাসটা ফেলবো কি ফেলবো না বুঝতেই পারছিনা। ধরে নিচ্ছি যে এমনটাই হয়। বলার অপশনটা আর রাখলো না যে ‘ককপিট’ আমারও ফিল্ম। যাই হোক, আমি তাকে ভালোবাসি, যেটা ফিল্মের জন্য কমে যাবেনা। ‘ককপিট’-এর জন্য শুভকামনা। খুব ভালো মুভি। কলকাতাবাসীকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ”

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।