ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

খল অভিনেতা বাবর হাসপাতালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, সেপ্টেম্বর ৮, ২০১৭
খল অভিনেতা বাবর হাসপাতালে অভিনেতা বাবর

‘রংবাজ’, ‘আসামী’, ‘ডাকু দরবেশ’ প্রভৃতি চলচ্চিত্রের গুণী অভিনেতা বাবর এখন হাসপাতালে। তার ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছে। ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বাবরের চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাবরকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ফুসফুসে ক্ষত চিহ্ন পান চিকিৎসক।

এ ছাড়া তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপও রয়েছে। ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে বাবরের চিকিৎসা চলছে।

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ ছবির মধ্য দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন খলনায়ক হিসেবে। এক যুগ আগে মনোয়োর হোসেন ডিপজল পরিচালিত ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ সবশেষ অভিনয় করেছিলেন বাবর।  

খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য ‍দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাবর ছবি প্রযোজনাও করেছিলেন, নাম ‘দাগী’। তার পরিচালনায় একমাত্র ছবি ‘দয়াবান’।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।