ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

কালিকাপ্রসাদের সম্মানে দেখা যাবে ‘ভুবন মাঝি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৮, সেপ্টেম্বর ৭, ২০১৭
কালিকাপ্রসাদের সম্মানে দেখা যাবে ‘ভুবন মাঝি’ ছবি: সংগৃহীত

মার্চে মুক্তি পেয়েছিলো ‘ভুবন মাঝি’। সরকারি অনুদানে তৈরি মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটি নানা কারণে আলোচনায় এসেছে। এবার ছবিটি বিনামূল্যে দেখার সুযোগ দিচ্ছেন পরিচালক-প্রযোজক। এর পেছনে রয়েছেন প্রয়াত সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ।

ছবিটিতে সংগীত পরিচালনা করেছিলেন কালিকা। ঢাকায় প্রিমিয়ারের পরপরই সড়ক দুর্ঘটনায় মারা যান কলকাতার এই শিল্পী।

ক’দিন পর তার জন্মদিন। এ উপলক্ষে গুণী এই শিল্পীকে শ্রদ্ধা জানাবে টিম ‘ভুবন মাঝি’।

ছবিটির নির্মাতা ফাখরুল আরেফিন খান জানান, কালিকার সম্মানে ১১ সেপ্টেম্বর তারা উন্মুক্ত প্রদর্শনী করছেন। ওইদিন সন্ধ্যা ৬টায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে অন্তত চারশ’ দর্শক উপভোগ করবেন ‘ভুবন মাঝি’ ছবিটি।

‘ভুবন মাঝি’তে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন অপর্ণা ঘোষ, সঙ্গে আছেন মাজনুন মিজান। ছবিতে ব্যবহৃত কালিকাপ্রসাদের গাওয়া ‘আমি তোমারই নাম গাই’ গানটি বেশ সমাদৃত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।