ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ইরফান খান আসছেন ২৭ অক্টোবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, সেপ্টেম্বর ৫, ২০১৭
ইরফান খান আসছেন ২৭ অক্টোবর ইরফান খান, ছবি: সংগৃহীত

অান্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনয় করেছেন বিভিন্ন ভাষার চলচ্চিত্রে। এর মধ্যে হিন্দি, ইংরেজি অন্যতম। এবার বাংলায় কথা বলবেন এই তারকা। ২৭ অক্টোবর নতুন ছবি নিয়ে দেশের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন ইরফান। ‘ডুব’ (নো বেড অব রোজেস) ছবিতে তার সহশিল্পী নুসরাত ইমরোজ তিশা। 

‘ডুব’-এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, অবশেষে ২৭ অক্টোবর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এ বিষয়ে তিশা তার ফেসবুকে লিখেছেন, “এইটুকু বলতে পারি, ছবিটা দেখে বের হওয়ার সময় চরিত্রগুলোর জন্য মায়া হবে, মন উদাস হবে, বিষন্ন হবে।

অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসবে, ‘বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী, আহারে জীবন, আহা জীবন!”

‘ডুব’-এ আরও আছেন রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র, প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন ইরফান খান। জানা গেছে, ছবিটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে ঢাকায় আসবেন ইরফান।  

ছবি: সংগৃহীত‘ডুব’ নানা কারণে আলোচিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেন্সর বোর্ডে জমা পড়ে এটি। ছবির কাহিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী থেকে নেওয়া হয়েছে বলে প্রথমে বিদেশি গণমাধ্যম ও পরে দেশের পত্রিকায় খবর প্রকাশ হয়। এ কারণেই প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন ছবিটি প্রসঙ্গে ফেব্রুয়ারিতে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠান। শাওন তখন গণমাধ্যমগুলোকে জানিয়েছিলেন, ছবি মুক্তি নিয়ে তার কোনো অভিযোগ কিংবা আপত্তি নেই, তবে ছবির কাহিনি হুমায়ূন আহমেদের জীবনী থেকে নেওয়া হলে তিনি সেটি মেনে নেবেন না।  

মোস্তফা সরয়ার ফারুকী বরাবরই বলছিলেন ছবিটির গল্প হুমায়ূন আহমেদের জীবনী থেকে নেওয়া হয়নি। এরই মধ্যে ছবিটি দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। এবার হলে গিয়ে হিসেব মিলিয়ে নেওয়ার পালা।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।