ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতালে ভর্তি সুনীল গ্রোভার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, সেপ্টেম্বর ২, ২০১৭
হাসপাতালে ভর্তি সুনীল গ্রোভার সুনীল গ্রোভার (ছবি: সংগৃহীত)

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভারকে। শুক্রবার (১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল গণমাধ্যমকর্মীদের জানান, ‘ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবো।

গত মার্চে কপিল শর্মার সঙ্গে বিমানের মধ্যে প্রকাশ্যে ঝামেলার পর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে দেন সুনীল। এরপর বেশ কয়েকটি রিয়্যালিটি শো’তে স্বল্প সময়ের জন্য দেখা গেছে তাকে। কিন্তু কোনও ভাবেই কপিলের সঙ্গে তার ঝামেলা মিটিয়ে নেওয়ার কোনও সম্ভবনা দেখা যায়নি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কপিল নিজেও খবরটির সত্যতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।