ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

বন্ধ হয়ে গেলো ‘দ্য কপিল শর্মা শো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, সেপ্টেম্বর ১, ২০১৭
বন্ধ হয়ে গেলো ‘দ্য কপিল শর্মা শো’ ছবি: সংগৃহীত

মনে পড়ে সেই মাঝ আকাশে বিমানের মধ্যে কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভারের হাতাহাতি? যার জন্য ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে চলে যান সুনীল। এই ঘটনার পরই জল্পনা শুরু হয়েছিলো যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে ‘দ্য কপিল শর্মা শো’। অবশেষে বন্ধ হয়ে গেলো জনপ্রিয় এই কমেডিয়ান শো। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে কপিল শর্মা জানিয়েছেন, কয়েক দিনের বিরতি নিয়ে আবার ফিরে আসবে ‘দ্য কপিল শর্মা শো’।

বেশ কিছুদিন ধরেই শো-এর দৃশ্যধারণের সময় সেটে উপস্থিত হতে পারেননি কপিল শর্মা।

পরিস্থিতি এমন হয়ে গিয়েছিলো যে, বেশ কয়েকবার শুটিং বাতিল করতে হয়েছে। সেটে পৌঁছে, অপেক্ষা করে ফিরে যেতে হয়েছে অজয় দেবগণ, ইলিয়েনা, ইমরান হাশমি, শাহরুখ খানদেরও।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।