ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

আবার বিয়ে করলেন আফতাব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, সেপ্টেম্বর ১, ২০১৭
আবার বিয়ে করলেন আফতাব! আফতাব শিবদাসানি ও নিন দুসাঞ্জ (ছবি: সংগৃহীত)

আবার বিয়ে করলেন আফতাব শিবদাসানি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্ত্রী নিন দুসাঞ্জের সঙ্গেই পুনরায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের এই অভিনেতা।

এর আগে, ২০১৪ সালের ৫ জুন আদালতে গিয়ে কোর্ট ম্যারেজ করেছিলেন আফতাব-নিন। ফলে হয়নি কোনও অনুষ্ঠান।

এ কারনেই ধর্মীয় রীতি অনুযায়ী আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন এই দম্পতি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। যেখানে উপস্থিত ছিলেন আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। হাতির পিঠে চড়ে বিয়ের আসরে হাজির হন আফতাব। পাল্কিতে করে আসেন নিন। ডিজাইনার যোশিতার লেহেঙ্গায় সেজেছিলেন নিন। আফতাবের পরনে ছিলো ট্রয় কোস্টার ডিজাইন করা শেরওয়ানি।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন আফতাব। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার প্রতি ভালোবাসা প্রকাশের কোনও ভাষা নেই আমার। তোমাকে আমার জীবনে নিয়ে আসার জন্য আমি ঈশ্বরকে প্রতিদিন ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।