ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ইডিএম ‘ভুইল্যা গেছো’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, আগস্ট ৩০, ২০১৭
ইডিএম ‘ভুইল্যা গেছো’ (ভিডিও) গায়ক রুবেল

ইডিএম (ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক) ঘরানার গান ‘ভুইল্যা গেছো’। ঈদ উপলক্ষে এটি প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের প্রবাসী গায়ক রুবেল। ২৮ আগস্ট থেকে ইউটিউবে উপভোগ করা যাচ্ছে গানটির মিউজিক ভিডিও।

‘তুমি আমায় ভুইলা গেছো এইটা সমস্যা না/সমস্যা হইলো কষ্ট পাইবা, আমায় পাইবা না’— এমন কথায় রুবেলের জন্য গানটি লিখেছেন শামছুল আলম সুইট। গাওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনা করেছেন রুবেল নিজেই।

 

রুবেল জানান,  এর আগে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। সেখানে বিভিন্ন ঘরানার গান ছিলো। এটি পরীক্ষামূলক একটি গান। তার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকরা বেশ উপভোগ করবেন। ‘ভুইল্যা গেছো’ প্রকাশ করেছে লেজার ভিশন।

* ‘ভুইল্যা গেছো’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।