ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

নাটকের নাম ‘পাঞ্চক্লিপ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, আগস্ট ৩০, ২০১৭
নাটকের নাম ‘পাঞ্চক্লিপ’ ‘পাঞ্চক্লিপ’ নাটকের দৃশ্যে মিথিলা ও ঊর্মিলার সঙ্গে ইরেশ যাকের

ভালোবাসার অনুভূতি একদমই চলমান একটি প্রক্রিয়া । অনেক সময় সম্পর্কটা শেষ হয়ে যায় কিন্তু রেশ রয়ে যায়। দু’ বছর হলো শাহেদ ও মিথিলার দাম্পত্য জীবনের। তারা সুখী। গল্পে হঠাৎ ঢুকে পড়ে শাহেদের প্রাক্তন প্রেমিকা। এরপরই কাহিনি মোড় নেয় অন্য দিকে। এটি ‘পাঞ্চক্লিপ’ নাটকের গল্প। 

প্রাক্তন প্রেমিকা রাহা শাহেদের বাসার ঠিক সামনের বাসায় ভাড়াটিয়া হয়ে আসে। রাহার সঙ্গে শাহেদের সম্পর্কটা  নষ্ট হয়ে গেলেও একেবারে ফিকে হয়ে যায়নি।

এর সূত্র ধরেই আবার কাছাকাছি আসে দু’জন। এক সময় বোধোদয় ঘটে শাহেদের, বুঝতে পারে ভুলটা করে ফেলেছে সে।  

‘পাঞ্চক্লিপ’ লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, মিথিলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর। ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ সিরিজের এই নাটকটি আরটিভিতে প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ১০টায়।  

* ‘পাঞ্চক্লিপ’-এর প্রমো: 

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।