ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

শহিদ-রণবীরের চেয়েও বেশি পারিশ্রমিক দীপিকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, আগস্ট ২৯, ২০১৭
শহিদ-রণবীরের চেয়েও বেশি পারিশ্রমিক দীপিকার রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর (ছবি: সংগৃহীত)

সঞ্জয়লিলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং। কিন্তু এতে অভিনয়ের জন্য কে কতো পারিশ্রমিক পাচ্ছেন তা নিয়ে শুরু থেকেই চলছে জল্পনা।

অবেশেষে জানা গেলো, কে কতো পারিশ্রমিক পাচ্ছেন ‘পদ্মাবতী’তে অভিনয়ের জন্য। চমকপ্রদ তথ্য হলো, ভারতীয় চলচ্চিত্রে এই প্রথম কোনো অভিনেত্রী অভিনেতার চেয়ে বেশি পারিশ্রক পাচ্ছেন।

আর তিনি হলেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ছবির দুই অভিনেতার চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাকে।

এ প্রসঙ্গে বলিউডের এই অভিনেত্রীর একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ছবিতে অভিনয়ের জন্য ১৩ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা। যেখানে শহিদ কাপুর ও রণবীর সিং পাচ্ছেন ১০ কোটি রুপি।

ছবিটির গল্পে দেখানো হবে ছিত্তোরগড় কেল্লায় সৈন্যসামন্ত নিয়ে হাজির হওয়া আলাউদ্দিন খিলজিকে ফিরিয়ে দেন রানী পদ্মিনী। পদ্মিনী চরিত্রে দীপিকা পাড়ুকোন ও আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং চরিত্রে আছেন শহিদ কাপুর। ছবিটি মুক্তি পাবে ১৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।