ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

নায়করাজকে নিয়ে তথ্যচিত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৭, আগস্ট ২৯, ২০১৭
নায়করাজকে নিয়ে তথ্যচিত্র নায়করাজ রাজ্জাক

মৃত্যুর সপ্তাহখানেক আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন নায়করাজ রাজ্জাক। কোনো নাটক বা চলচ্চিত্রের জন্য নয়। একটি তথ্যচিত্রের শুটিং করেছিলেন তিনি। নায়করাজের জীবন ও কর্মের ওপর এটি তৈরি হয়েছে।

২১ আগস্ট মৃত্যুর পর থেকে রাজ্জাকের পরিবারে চলছে শোকের মাতম। ঈদুল আযহা সন্নিকটে এলেও আয়োজন নেই রাজ পরিবারে।

 

এদিকে বাংলানিউজের সঙ্গে আলাপে নায়করাজকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের খবরটি দিলেন রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট।  

চ্যানেল আইয়ের উদ্যোগে নায়করাজের ওপর তথ্যচিত্রটি তৈরি করছেন শাইখ সিরাজ। কিংবদন্তি এই অভিনেতার অংশের শুটিং মৃত্যুর আগেই সম্পন্ন হয়েছে বলে জানান সম্রাট। এখন চলছে আনুসঙ্গিক দৃশ্যধারণ ও কাজ।  

সম্রাট বলেন, ‘শাইখ আঙ্কেল ফোন করে আব্বার অনুমতি নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ শুরু করেছিলেন। মৃত্যুর সপ্তাহখানেক আগেও আব্বা শুটিং করেছেন। শাইখ আঙ্কেল হজে গেছেন। ফিরে এলেই এটির মুক্তির ব্যাপারে জানা যাবে। ’ 

সম্রাট আরও জানান, রাজ্জাকের ওপর এটিই হবে পূর্ণাঙ্গ তথ্যচিত্র। এর বাইরে নায়করাজের কোনো নাটক বা চলচ্চিত্র অপ্রকাশিত নেই।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।