ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

রাজ পরিবারে কাটেনি শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, আগস্ট ২৮, ২০১৭
রাজ পরিবারে কাটেনি শোক ছবি: বাংলানিউজ

নায়করাজের মৃত্যুর পর (২১ আগস্ট) রাজ পরিবারে এখনও কাটেনি শোক। নায়কের সহধর্মিণী রাজলক্ষ্মীর চোখের জল শুকোয়নি। সন্তানরাও ক্ষণে ক্ষণে বাবার বিভিন্ন প্রসঙ্গ ও স্মৃতি মনে করে কাঁদছেন। 

২৮ আগস্ট রাজ্জাকের নাতনি আরিশা হোসেইনের (সম্রাটের বড় মেয়ে) জন্মদিন। দিনটি নিয়ে বিশেষ পরিকল্পনা ছিলো নায়করাজের।

এ বিষয়টি মনে করেই সকাল থেকে লক্ষ্মী কুঞ্জে সবার মন খারাপ। ছোট্ট আরিশা আর কোনো জন্মদিনে প্রিয় দাদাকে পাশে পাবে না।

বাংলানিউজের সঙ্গে আলাপে অভিনেতা সম্রাট বলেন, ‘একটি আদর্শ পরিবার বলতে যা বোঝায়, আমি সেই পরিবারের সন্তান। আমার সন্তানরাও সেভাবেই একজন আদর্শ মানুষের ছায়ায় বেড়ে উঠছিলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তিনি আর নেই। আরিশার জন্মদিন নিয়ে আব্বার কিছু পরিকল্পনা ছিলো। সেগুলো বাস্তবায়ন হলো না, এ কারণেই বাড়িতে সবার মন খারাপ। ’
    
সম্রাট জানান, নায়করাজের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন তারা। রাজ্জাকের ব্যবহৃত জিনিসপত্র যত্নে রাখা হবে। এ ক্ষেত্রে তার শোবার ঘরটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ পরিবারের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।